Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নাটেশ্বর বৌদ্ধ মন্দির
বিস্তারিত

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় টংগিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের নাটেশ্বর গ্রামে ২০১৩ সালে ১০ একর বিশাল আকৃতির দেউলে প্রত্নতাত্তিক খনন শুরু হয়।২০১৫ সালে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এর সঙ্গে সংযুক্ত হয় চীনের সাংস্কৃতিক ও প্রত্নতত্ত্ব বিভাগের হুনান প্রাদেশিক ইন্সটিটিউট। এই দেউলে আবিস্কৃত হয় অষ্টোকোণাকৃতি স্তুপের অসাধারন বাহু, কোণ এবং আভ্যন্তরীণ অষ্টোকোণাকৃতি স্তুপ, চ্যাম্বার, মন্ডপ প্রভৃতি। সদ্য আবিস্কৃত প্রায় ৪(চার) মিটার প্রশস্থ সীমানা প্রচীর বিশিষ্ট ২(দুই) জোড়া চর্তুস্তুপ বাংলাদেশের স্তুপের ইতিহাসে একটি অভিনব সংযোজন।আদ্রতা রোধক হিসেবে ভিত্তিদেয়ালে ঝামা ইটের ব্যবহার, চারটি স্তুপের স্থানিক পরিমিতি, বর্গাকৃতি ভারসাম্য, দেয়ালের অপ্রচলিত কাঠামো (নিচের তুলনায় উপরে অনেক প্রশস্থ) প্রভৃতি বাংলাদেশের স্থাপত্যের ইতিহাসকে সমৃদ্ধ করবে। প্রায় ১০০০ বছর প্রচীন ইট-নির্মিত দুটি রাস্তার আবিস্কার তৎকালীন রাস্তা নির্মান কৌশল, বসতি পরিকল্পনা ও বিন্যাসের এক উজ্জল দৃষ্টান্ত। দেউলের দক্ষিন-পূর্ব কোণে আবিস্কৃত হচ্ছে ইট নির্মিত ২.৭৫ মিটার প্রসস্ত আঁকা-বাঁকা একটি বিশেষ দেয়াল; এই মুহুর্তে যা একটি বিস্ময়কর স্থাপত্যের আভাস দিচ্ছে। নাটেশ্বরের প্রত্নস্থানে প্রায় ৭মিটার গভীরতায় ৫টি নির্মানযুগ বিক্রমপুর অঞ্চলে দীর্ঘ সময়ব্যাপী এক সমৃদ্ধ সভ্যতার সাক্ষ্য বহন করে। ধারাবাহিক গবেষনা এবং সম্ভাবনাপূর্ন আবিস্কার এই নির্মানযুগগুলোকে আলাদাভাবে চিহ্নিত করতে সহায়তা করবে।