Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

টংগীবাড়ী উপজেলা পটভূমী

টংগিবাড়ী উপজেলার পটভূমিঃ

 

       মুন্সীগঞ্জ এবং শ্রীনগর এ দুটি থানা নিয়ে ১৮৪৫খ্রি: মুন্সীগঞ্জ মহকুমা   স্থাপিত হয়।  তখন টংগিবাড়ী এলাকাটি মুন্সিগঞ্জ থানার  আওতাভুক্ত ছিল। পূর্বে এই স্থানের নাম ছিল ইদ্রাকপুর।  ১৮৭২ সালে সমগ্র ঢাকা জেলায় মোট থানার সংখ্যা ছিল মাত্র ১৯টি। ১৯২১ সালের জরিপে দেখা যায় ঢাকা জেলায় তখন মোট থানা ছিল ৩৫টি। এই ৩৫টির মধ্যে টংগিবাড়ী ছিল অন্যতম।  ১৯৮৩ সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে টংগিবাড়ী থানা  উন্নিত হয় উপজেলা হিসাবে । প্রাকৃতিকভাবে টংগিবাড়ী নীচু এলাকা।নীচু বিধায় মানুষজন মাটি কেটে ক্ষুদ্রাকার দ্বীপের মতো বানিয়ে অনেকটা টং দোকানের মতো বাড়ী নির্মান করতো। টং সদৃশ স্থানে বাড়ী নির্মিত হওয়ায় কালক্রমে স্থানের নামকরণ হয় টংগিবাড়ী।