Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

ভাষা ও সংস্কৃতিঃ

         

          নদী মেঘনা, শস্য শ্যামল, কানন-কুন্তলা, অসীম সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই টংগিবাড়ী উপজেলা।দক্ষিনে রাক্ষুসী পদ্মা পূর্বে মেঘনা উত্তরে ধলেশ্বরী  ও শীতলক্ষা পশ্চিমে বসুমতি এই আমাদের টংগিবাড়ী।ছায়া সুনিবিড়, শান্তির নীড় পাখির ডাকে পাগল করা প্রানারাম টংগিবাড়ী উপজেলা।

          সংস্কৃতিতে টংগিবাড়ী উপজেলা অন্যান্য এলাকা থেকে একধাপ এগিয়ে ছিল।গ্রীষ্মের ছুটিতে অথবা পুজাবকাশে কলেজ বন্ধ হইলে নাটকের মহড়া চলিত।হরিশ্চন্দ্র, রাজা-রানী, চন্দ্রগুপ্ত, দুই পুরুষ, মন্ত্রশক্তি ইত্যাদি নাটক ত্রিশ দশকের দিকে অভীনীত হয়েছিল।১৯০০ সালের পূর্বেও টংগিবাড়ী উপজেলায় উচ্চাঙ্গের নাট্যভিনয় হত, যা দেশ-দেশান্তরের লোকেরা প্রশংসা করিত।