এই বিদ্যালয়টি মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার সোনারং-টংগিবাড়ী ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়টি অতি প্রাচীন এবং খুব সুন্দর। বিদ্যালয়ের ভৌত কাঠামো ১টি পাকা ভবন ও ১টি সেমি পাকা ভবন রয়েছে।
বিদ্যালয়টি ১৯৩৫ সালে স্থাপিত করা হয়। ১৯৭৩ সালে জাতীয়করন করা হয়। এই গ্রামের নাম অনুসারে এই বিদ্যালয়ের নামকরন করা হয়।
পরিচালনা কমিটিঃ
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মোঃ সাইফুল ইসলাম | সভাপতি (ভারপ্রাপ্ত) |
২ | নাছিমা বেগম | সদস্য |
৩ | শামীম আরা | সদস্য |
৪ | মাজেদা বেগম | সদস্য |
৫ | সালমা বেগম | সদস্য |
৬ | আঃ কুদ্দুস বেপারী | সদস্য |
৭ | মোঃ কামাল পোদ্দার | সদস্য |
৮ | মোঃ রুহুল আমিন | সদস্য |
৯ | মোঃ মিজানুর রহমান | সদস্য সচিব |
সকল পরীক্ষায় ১০০% পাশ
১৬৯ জন ছাত্র/ছাত্রীদের মধ্যে ৪৫% হারে মোট ৭৫ জনকে শিক্ষা বৃত্তি প্রদান।
বর্তমানে বিদ্যালটি প্রতি বছর পাশের হার ১০০%। এছাড়াও বিভিন্ন সরকারী ও বেসরকারী পর্যায়ে বৃত্তি পেয়ে থাকে।
আগামী সমাপনী পরীক্ষা অংশ গ্রহন করে সকল শিক্ষাথীকে ১০০% এ+ এ পাশ করানো পরিকল্পনা।
মোঃ মিজানুর রহমান
প্রধান শিক্ষক
01814913645
১। এ.এফ.এম মতিউর রহমান-সচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রনালয় (অবসর প্রাপ্ত)।
২। দেলোয়ার হোসেন-ডিরেক্টর অব বাংলাদেশ ব্যাংক।
৩। মোঃ ইদ্রিস বেপারী-বিএসসি ইঞ্জিনিয়ার।
৪। নুর মোহাম্মাদ সরদার-ব্যাংকার।
৫। ডাক্তার তারা সংকর আওয়াল।
৬। ডাক্তার কাদির।
৭। ডাঃ হোসেন বাগজা।
৮। আঃ কাদের সরদার-জনপ্রিয় অভিনেতা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস