পূর্বে বিদ্যালয়টি মাখম কুন্ডের বাগিতে অবস্থিত ছিল। ২০০৪ সারে জমি দাতা আঃ আজিজ হাওলাদার নিজ বাড়ীর দক্ষিনে বিদ্যালয়টি স্থানান্তরিত করেন। ১৯৭৩ সালে জাতীয়করন হয়। এই হতে বহুজ্ঞানী গুনী ব্যাক্তির আবির্ভাব ঘটেছে।
বিদ্যালয় টি অত্র এলাকার শিক্ষার মান উন্নয়নে লক্ষে বর্তমান স্থানে ১৯১১ সালে স্থাপিত হয়। এবং স্বাধীনতা উত্তর ১৯৭৩ সালে সরকারী করন করা হয়।১৯৯৪-১৯৯৫ সালে বর্তমান স্থানে নির্মান করা হয়। জমিদাতা মোঃ আব্দুল আজিজ হাওলাদার।
বিদ্যালয় থেকে এযাবৎ অনেক প্রক্তন ছাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও বিভিন্ন পেশায় সুনাম অর্জন করেছেন।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মোঃ সোহরাওয়াদি হাওলাদার | সভাপতি |
২ | মোঃ মামুন পেয়াদা | সহসভাপতি |
৩ | আঃ আাজিজ হাওলাদার | সদস্য |
৪ | মোঃ নাছির খান | সদস্য |
৫ | মোঃ খোকন মাদবর | সদস্য |
৬ | মোসাঃ সাম্মি আক্তার | সদস্য |
৭ | মোসাঃ বিউটি আক্তার | সদস্য |
৮ | স্বপ্না আক্তার | সদস্য |
৯ | আঃ বাসেদ | সদস্য |
১০ | আঃ বাসেদ | সদস্য |
১১ | যতন রানী ঘোষ | সদস্য সচিব |
শ্রেনী | ছাত্রের সংখ্যা | ছাত্রীর সংখ্যা | মোট |
শিশু | ০৭ | ০৫ | ১২ |
১ম | ১৯ | ২৩ | ৪২ |
২য় | ৯ | ২২ | ৩১ |
৩য় | ১৩ | ০৫ | ১৮ |
৪র্থ | ১৫ | ২৩ | ৩৮ |
৫ম | ৯ | ১০ | ১৯ |
বিদ্যালয়টি ধারাবাহিক ভাবে টেলেন্টপুলে ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে আসছে।
বিদ্যালয় টিকে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা। এবং ১০০% এ+ নিশ্চিত করা।
প্রধান শিক্ষক- যতনরানীঘোষ মোবাইল নং ০১৭১১২৪২৫১৭
সুমাইয়া ইসলাম
নজরুল ইসলাম
আবু বকর
রুবেল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস