গোয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের গোয়ারা গ্রামে অবস্থিত। ১ম প্রতিষ্ঠিত স্কুলের জায়গা খালের গর্ভে বিলিন হয়। গ্রামের লোকজন নিজেরা স্বেচ্চায় শ্রম হিসেবে মাটি কেটে অনত্র বিদ্যালয়টি স্থানান্তর করেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালু ঢালী সাহেবের বাড়ীর বাংলো এনে নিজে ও এলাকার আরো কিছু লোকের সহযোগিতায় মাটি ভরাট করে মাদুর বিছিয়ে বিদ্যালয়ে কাযক্রম শুরু করেন এবং দীর্ঘদিন তিনি বিনা বেতনে শিক্ষকতা করেন।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | হাজী আঃ রহিম | সভাপতি |
০২ | আলী আজগর ঢালী | সহ-সভাপতি |
০৩ | আলী আজগর ঢালী | বিদ্যাসাহী |
০৪ | রিনা বেগম | বিদ্যাসাহী |
০৫ | জুলফিকার আলী | অভিভাক সদস্য |
০৬ | টিপু ঢালী | অভিভাক সদস্য |
০৭ | শিলা বেগম | অভিভাক সদস্য |
০৮ | হাসি বেগম | অভিভাক সদস্য |
০৯ | আব্দুর রাজ্জাক | উচ্চ বিদ্যালয় প্রতিনিধি |
১০ | আমজাদ হোসেন | বিদ্যালয় প্রতিনিধি |
১১ | মোঃ গোলাম মোস্তফা | সদস্য সচিব |
সন | পাশের হার |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ১০০% |
২০১৩ | ১০০% |
২০১৪ | ১০০% |
সন | বৃত্তির প্রাপ্তির সংখ্যা |
২০১০ | ০১ |
২০১১ | ০১ |
২০১২ | ০ |
২০১৩ | ০ |
২০১৪ | ০২ |
২০১৫ সালে বঙ্গ মাতা ও বঙ্গপিতা র্টুনামেন্ট জেলা পর্যায়ে প্রতিযোগিদের নাম
১। আশা-মনি।
২। জান্নাতী
৩। আরিফা
১। আমরা মাল্টিমিডিয়া ক্লাশ নিব।
২। কম্পিউটার ক্লাশ নিব।
মোঃ গোলাম মোস্তফা
প্রধান শিক্ষক
01716634380
১। ছোয়া
২। সামিয়া
৩। আদর।
৪। রাতুল।
৫। আয়শা
৬। আশা-মনি
৭। সুমাইয়া
৮। মোরসালিন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস